রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

নানা আয়োজনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত 

আহমেদ সানি, জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

'পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়।' পুরানো সেই দিনের কথা আসলেই ভোলার নয়। আর তাইতো উচ্ছ্বাস ও উদ্দীপনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে চলে সাবেকদের পদচারণা। বহুদিন পর ফিরে পাওয়া বন্ধুদের সঙ্গে গল্প, গান, কবিতা আর আড্ডায় সবাই যেন ফিরে পেয়েছিলেন তারুণ্যের সেই ক্যাম্পাস জীবন।

 

দিনব্যাপী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের আহ্বায়ক জহির উদ্দিন খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ওলিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মায়ের ভূমিকা পালন করে। মাত্র সতেরো বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে এটাই তার প্রমাণ। জগন্নাথ কলেজও সেই ভূমিকা পালন করেছে। এখন অনেক মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। দেশের প্রতিটি ইউনিয়নের ছেলেমেয়ারা জগন্নাথে আছে। আমি বিদেশের মাটিতে গেলেও জগন্নাথের ছাত্রছাত্রীদের খুজে পাই।

 

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।

 

এছাড়াও এসময়ে অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর